ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিলিস্তিনিদের ২০ কোটি ডলার সহায়তা বন্ধ করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৮:৩২, ২৫ আগস্ট ২০১৮

ফিলিস্তিনিদের ২০ কোটি ডলার সহায়তা বন্ধ করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক॥ ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত ২০ কোটি ডলার সহায়তা বন্ধ করলো যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত ২০ কোটি ডলারের আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর কয়েক মাস আগে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের শাখা সংগঠন ইউএনআরডব্লিউএ’তে প্রদান করা সহায়তার পরিমাণ কমিয়েছে ইসরাইলের ঘনিষ্ঠ এই মিত্র। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা শুক্রবার জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, দখলীকৃত পশ্চিম তীর অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য নির্ধারিত তহবিল থেকে ২০ কোটি ডলার ভিন্ন একটি উচ্চ-পর্যায়ের প্রকল্পে সরিয়ে নিতে। তবে সে প্রকল্পটি কী সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এই কর্মকর্তা আরো বলেন, এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গাজায় সহায়তা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায় কি ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হয় তা বিবেচনায় নেওয়া হয়েছে। প্রসঙ্গত, হামাস নিয়ন্ত্রিত গাজার বাসিন্দাদের জীবন ইতিমধ্যেই হুমকির মধ্যে আছে। সেখানে সৃষ্টি হয়েছে শোচনীয় আর্থিক ও মানবিক পরিস্থিতি। এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)। তারা পদক্ষেপটিকে একটি সস্তা ব্ল্যাকমেইল হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা জানায়, এটি একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পিএলও জানায়, ফিলিস্তিনি জনগণ ও নেতৃত্ব এতে ভয় পাবে না ও বলপ্রয়োগের কাছে মাথা নত করবে না। তারা বলেছে, ফিলিস্তিনি জনগণের অধিকার বিক্রি করা হয় না।
×