ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন বাবা-মা পেল নবজাতক স্বাধীন

প্রকাশিত: ০৬:৫৩, ১৭ আগস্ট ২০১৮

নতুন বাবা-মা পেল নবজাতক স্বাধীন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম সদর হাসপাতালে জন্ম নেয়া পিতৃহীন স্বাধীনের নতুন ঠিকানা হলো নিঃসন্তানহীন দিনমজুর পরিবারের মাঝে। নিঃসন্তানহীন মমিনুল ইসলাম (৩৫) ও মৌসুমি আক্তার (৩০) দশ বছরের দাম্পত্য জীবনে ছিল না কোন সন্তান। আর এতে স্বাধীন পেল তার নতুন বাবা-মা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সুলতানা পারভীন নিজ হাতে বাচ্চাটিকে কোলে নিয়ে সন্তানহীন এই দম্পতির কাছে তুলে দেন। আর মানসিক ভারসাম্যহীন নাসিমা বেগমের দায়িত্ব নেন মৌসুমি আক্তারের পিতা রিক্সাচালক সৈয়দ আলী। স্বাধীনকে তার নতুন বাবা-মায়ের হাতে তুলে দেয়ার সময় প্রায় আট হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এটিএম আনোয়ারুল হক প্রামানিক, ইউএনও ফুলবাড়ি দেবেন্দ্র নাথ উরাঁও, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু। সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের দিনমজুর মমিনুল ইসলাম ও তার স্ত্রী মৌসুমি আক্তার শিশু সন্তান পেয়ে বলেন, দশ বছর হলো আমাদের সংসারে কোন সন্তান নেই। সন্তান না থাকার যন্ত্রণা আর মা ডাক শোনার জন্য এই শিশুটি সন্তান হিসেবে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করি। বাচ্চাটি নেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। পরে তাদের পরামর্শ অনুযায়ী পাগলী ও তার বাচ্চার দায়িত্ব গ্রহণ করি আমরা।
×