ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্মার্টকার্ড বিতরণ ফের শুরু বাকি ২৭ জেলায়

প্রকাশিত: ০৬:০৫, ৯ আগস্ট ২০১৮

স্মার্টকার্ড বিতরণ ফের শুরু বাকি ২৭ জেলায়

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে দেশের সব জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার অবশিষ্ট ২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর একযোগে ৩৭ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৭ জেলার বিতরণ কাজের উদ্বোধন করেন সিইসি কেএম নুরুল হুদা। এ সময় তিনি স্মার্টকার্ডের অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন এর মাধ্যমে দেশের ৬৪ জেলায় স্মার্টকার্ডের বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ২০১৬ সালের ২ অক্টোবর স্মার্টকার্ড বিতরণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকিব উদ্দিন কমিশন দেশের মানুষের কাছে প্রথমবারের মতো লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্রের বদলে উন্নতমানের আধুনিক স্মার্টকার্ড পৌঁছে দেয়ার কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় সারাদেশে প্রত্যেক জেলায় প্রথম পর্যায়ে ৯ কোটির বেশি ভোটারের হাতে স্মার্টকার্ড বিতরণের উদ্যোগ নেয়া হয়। ২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে সিইসি বলেন, আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে সব নাগরিকের কাছেই স্মার্টকার্ড পৌঁছে দেয়ার চেষ্টা করা হবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিশনের পক্ষ থেকে ৮ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের উদ্বোধন করা হয়। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ভোলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ ছাড়া ময়মনসিংহে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, চাঁদপুরে রফিকুল ইসলাম, নওগাঁয় কবিতা খানম, যশোরে ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদাত হোসেন চৌধুরী, মুন্সীগঞ্জে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, মৌলভীবাজারে অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান এবং মাদারীপুর জেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
×