ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে চিংড়ি ঘের পরিদর্শনে এলো চীনা প্রতিনিধি দল

প্রকাশিত: ০৬:২৬, ৩১ জুলাই ২০১৮

বাগেরহাটে চিংড়ি ঘের পরিদর্শনে এলো চীনা প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিংড়ি সঠিকভাবে বাজার প্রক্রিয়াজাত ও রফতানি বৃদ্ধির লক্ষ্যে চিংড়ি ঘের পরিদর্শনে এলো চীনা প্রতিনিধি দল। সোমবার দিনব্যাপী এ দলটি বাগেরহাটের চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট উপজেলার বিভিন্ন চিংড়ি ঘের পরিদর্শন ও চাষীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ভেজালমুক্তভাবে চিংড়ি বাজার জাতের পরামর্শ দেন তারা । এ ছাড়া চীনে এখানকার চিংড়ি রফতানির আশ্বাস দেয়া হয়। চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, গত কয়েক বছর ধরে চিংড়ির মূল্য হ্রাসের কারণে চাষীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এতে লোকসান গুনতে হচ্ছে চাষীদের। ফলে চিংড়ি চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা চিংড়িতে অপদ্রব্য পুশ করার কারণে বাইরের দেশে চিংড়ি রফতানিতে ধস নেমেছে। এ পরিস্থিতিতে চিংড়ি চাষে দারুণ ভাবে এর প্রভাব পড়েছে। বিষয়টি মাথায় রেখে মৃধা বিজনেস লিমিটেড নামে ঢাকার একটি চিংড়ি রফতানিকারক কোম্পানি চীনা প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে চাষীদের চিংড়ি ঘের পরিদর্শন করেন। চীনে এখানকার চিংড়ি ভেজালমুক্ত ভাবে বাজার প্রক্রিয়াজাতের মাধ্যমে রফতানির আশ্বাস দেন তারা। চাষীদের ঘের থেকে সরাসরি কোম্পানি এসব চিংড়ি ক্রয় করবে বলেও আশ্বস্ত করা হয়। এ সময় প্রতিনিধি এ দলটির সঙ্গে উপস্থিত ছিলেন, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, মূলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার প্রমুখ।
×