ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তক্ষক ধরে জরিমানা দিল ডিবি পুলিশ!

প্রকাশিত: ০৪:৪৬, ২৮ জুলাই ২০১৮

 তক্ষক ধরে জরিমানা  দিল ডিবি  পুলিশ!

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৭ জুলাই ॥ ‘তক্ষক’ ও পাচারকারী ধরে উল্টো জরিমানা দিতে হয়েছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে পটিয়া থেকে পাচারের সময় হাতেনাতে ডিবি পুলিশ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চান মিঞা মৃধার পুত্র মোঃ ফজলু (৪৭) ও একই উপজেলার মুন্সিরহাট এলাকার নুরুল ইসলামের পুত্র মোঃ ইউছুপ (৪৫)। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভূমি) মিল্টন রায় পাচারকারীদের জনপ্রতি ৫শ’ টাকা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ‘তক্ষক’ রাতে অবমুক্ত করা হলেও জরিমানার টাকা পরিশোধ করেছে অভিযানে নেতৃত্ব দেয়া চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই মোঃ সেলিম। পটিয়া পৌর সদরের ডাকবাংলোর মোড় এলাকা থেকে তক্ষক দুটিসহ পাচারকারী দুইজনকে ডিবি পুলিশ গ্রেফতার করে। জানা গেছে, কোটি টাকার তক্ষক পাচারের খবর পেয়ে গোয়েন্দা পুলিশ পটিয়া থানা সন্নিকটের ডাকবাংলোর মোড় এলাকায় অভিযান চালিয়ে দুটি তক্ষকসহ ফজলু ও ইউছুপকে হাতেনাতে গ্রেফতার করেন। তক্ষক দুটি ওজনে কম সাইজে ছোট ছিল। একটি চক্র পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তক্ষক সংগ্রহ ও পরবর্তীতে পাচার করে যাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভূমি) মিল্টন রায় বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করার দায়ে তক্ষকসহ গ্রেফতার দুইজনকে ৫শ’ টাকা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাতেই তক্ষক দুটি অবমুক্ত করা হয়েছে এবং আসামিদের পক্ষে ডিবি পুলিশ জরিমানার টাকা পরিশোধ করেছে। এ বিষয়ে ডিবি পুলিশের এএসআই মোঃ সেলিম নিজের পকেট থেকে জরিমানার টাকা পরিশোধ করার বিষয়টি স্বীকার করেছেন।
×