ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে কমিটি নিয়ে বিরোধ ॥ স্কুলে তালা

প্রকাশিত: ০৬:৪২, ১৫ জুলাই ২০১৮

পটুয়াখালীতে কমিটি নিয়ে বিরোধ ॥  স্কুলে তালা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৪ জুলাই ॥ কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দুলাল চৌধুরীর বিভিন্ন অনিয়ম, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের লাঞ্ছিত ও বিদ্যালয়ের অফিস কক্ষে তালা দিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এম আবুল কালাম আজাদ জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধ থাকায় গত শুক্রবার সকালে দুলাল চৌধুরী তার লোকজন নিয়ে বিদ্যালয় অফিস কক্ষের তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। এ সময় তিনি প্রধান শিক্ষকের কক্ষে নতুন তিনটি তালা ঝুলিয়ে দেন। এ ছাড়া বিদ্যালয়ের অফিস সহকারী কমল কৃষ্ণ মুজমদারকে মারধর করে তার কাছ থেকে জোর পূর্বক চাকরির অব্যাহতিপত্র নিয়ে যান সভাপতি দুলাল চৌধুরী। এর ফলে শনিবারের পূর্বনির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এ দিকে শনিবার সকালে ছাত্র ও শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষা না দিতে পারায় বিক্ষোভে ফেটে পড়েন। ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধনের মাধ্যমে দুলাল চৌধুরীর এসব অনৈতিক কাজের প্রতিবাদ জানান।
×