ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ছয়

প্রকাশিত: ০৩:৫৪, ২৫ জুন ২০১৮

  বাঁশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ছয়

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৪ জুন ॥ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ৩টি দেশীয় অস্ত্র, ১০ রাউন্ড কার্তুজ ও একটি চোরাই গাভীসহ ৬ জনকে আটক করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার গন্ডামারা ইউনিয়নের বাংলা বাজার ব্রিজ সংলগ্ন পশ্চিম পাড়ে সিএনজি টেক্সিতে তল্লাশি চালিয়ে একটি এক নলা বন্দুক ও ২টি এলজি, ১০ রাউন্ড কার্তুজসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে পৃথক অভিযানে পুকুরিয়া ইউনিয়নের বৈলগাঁও চা-বাগান এলাকা হতে গরু চুরির দায়ে ৩ জনকে চোরাইকৃত গাভীসহ আটক করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও আটকের বিষয়ে সত্যতা স্বীকার করে অপরাধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দীন বলেন, বাঁশখালীতে হয় অস্ত্র ও মাদক বিক্রেতারা থাকবে, না হয় থানা পুলিশের সদস্যরা থাকবে। অস্ত্র ও মাদক বিক্রেতাদের যে কোন মূল্যে আইনের আওতায় নিয়ে আসা হবে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান। তাছাড়া শীঘ্রই আরও বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান। অস্ত্রসহ আটককৃতরা হলেন উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার খলিলুর রহমান, ইসমাইল, এনামুল হক। অপরদিকে চোরাই গাভীসহ আটক ৩ জন হলেন পুকুরিয়ার শহিদুল ইসলাম, মোহাম্মদ ইসলাম ও মোঃ সেলিম। উল্লেখ্য, গত ৩ মাসে বাঁশখালী থানা অফিসার ওসি সালাহউদ্দীন যোগদানের পর থেকে থানা পুলিশের চৌকস টিমের সহায়তায় ২০টি দেশীয় অস্ত্র, ২৩ রাউন্ড কার্তুজ, দেড় লক্ষাধিক পিস ইয়াবা ট্যাবলেটসহ অর্ধ শতাধিক অপরাধীকে আটক করেছে।
×