ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশী শিক্ষার্থীদের ঈদ উদ্যাপন

প্রকাশিত: ০৭:১৫, ২৪ জুন ২০১৮

বিদেশী শিক্ষার্থীদের ঈদ উদ্যাপন

পরিবারের সঙ্গে ঈদ করতে পারছেন না বলে মন খুব খারাপ ছিল। সহপাঠী ও শিক্ষকদের আন্তরিকতা ও ভালবাসায় ঈদের দিন সব মনোকষ্ট দূর হয়ে যায়। এমন অনুভূতিগুলোই প্রকাশ করলেন কৃষি বনায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাইজেরিয়ার মোস্তাফা বশির। এবারই আমি প্রথম দেশের বাইরে ঈদ উদযাপন করছি। ঈদের দিন ক্যাম্পাসে খুবই আনন্দ করেছি। সহপাঠী এবং শিক্ষকদের বাসায় বাংলাদেশের বিভিন্ন পদের সুস্বাদু খাবার খেয়েছি। রামসাগর, স্বপ্নপুরি, কান্তজিউর মন্দিরসহ দিনাজপুরের দর্শনীয় স্থান এবং শহর ঘুরে বেড়িয়েছি। সোমালিয়ার মোহাম্মদ ইব্রাহিম আহমেদ। হাবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের মাস্টার্সের ছাত্র। আধো আধো বাংলা ও স্বতঃস্ফূর্ত ইংরেজি ভাষায় দেশের বাইরে ঈদ উদযাপনের অনুভূতি প্রকাশ করে বললেন, আমি খুবই আনন্দিত এই ক্যাম্পাসে ঈদ উদযাপন করতে পেরে। বন্ধুদের বাসায় মিষ্টি, সেমাই, পোলাও, মাংসসহ এ দেশেীয় বিভিন্ন সুস্বাদু খাবার খেয়েছি। এবার ঈদে দিনাজপুর শহর থেকে পাঞ্জাবি, জুতা কেনেছি। একই অনুভূতি প্রকাশ করলেন কৃষি অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী জিবুতির বারকাত হাসান। আমি এই ঈদসহ দু’বার ক্যাম্পাসে ঈদ উদযাপন করছি। প্রত্যেকবার আনন্দময় ঈদ কাটিয়েছি নেপালের শিক্ষার্থী মেহের পারভীন। প্রথম ঈদ করছেন দেশের বাইরে। এভাবে তিনি ক্যাম্পাসে ঈদ উদযাপনের অনুভূতির কথা জানালেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে না পারে কষ্ট পেয়েছি। এবারই প্রথম আমি দেশের বাইরে এবং পরিবার ছাড়া ঈদ উদযাপন করেছি। তবে ক্যাম্পাসের ঈদ উদযাপনে যে এত আনন্দ হবে বুঝতে পারেনি। এই ঈদ আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। নেপালের আরএক শিক্ষার্থী মকবুল পারভেজ। পরিবার ছাড়া তারও এবার প্রথম ঈদ ক্যাম্পাসে। তিনি জানান, এখানকার মানুষ খুব অতিথিপরায়ন। ঈদের দিন সহপাঠী, শিক্ষকসহ অনেকের দাওয়াত পেয়েছি। অনেকের বাসায় নানারকম সুস্বাদু খাবার খেয়েছি। এক কথায় এক আনন্দময় ঈদ কেটেছে আমার প্রিয় এই ক্যাম্পাসে যা কখনও ভুলবার নয়।
×