ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবজাতককে জিম্মায় নিতে চান নিঃসন্তান দম্পতি

প্রকাশিত: ০৬:২২, ৩০ মে ২০১৮

নবজাতককে জিম্মায় নিতে চান নিঃসন্তান দম্পতি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় মেট্টোরেলের সীমানার পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতককে জিম্মায় নেয়ার আবেদন করেছেন তাছলিমা খাতুন আইরিন (৪০) নামের এক নিঃসন্তান নারী। মঙ্গলবার ঢাকার শিশু আদালতের বিচারক মোঃ আল মামুনের আদালতে ওই শিশুকে জিম্মায় নেয়ার আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক সমাজকল্যাণ অধিদফতরের এক প্রবেশন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ২৬ মে রাত ৮টা ২০ মিনিটের দিকে বাচ্চাটিকে উদ্ধার করেন কাফরুল থানার এসআই পুলক কুমার দাস মজুমদার। এরপর তিনি শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করান। শিশুটি হাসপাতালে সুস্থ আছে। সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রায়েরবাজারের একটি ভবনে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছে। এরা হচ্ছে রাজ মিস্ত্রি বাবু সরকার (৩২), তার স্ত্রী ময়না আক্তার (২৩) ও তাদের একমাত্র সন্তান মাহিন (৪)। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটে আবাসিক সার্জন জানিয়েছেন, বাবুর ১৭ শতাংশ, ময়নার ১৭ শতাংশ ও শিশু মাহিনের ২২ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। দগ্ধ বাবুর আত্মীয় মান্নান জানান, রায়ের বাজার মেকআপ খান রোডের একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকে তারা। তিনি জানান, বাসায় কিছুদিন ধরে লাইনের গ্যাস সঙ্কট হওয়ায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি বাবুর ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। মান্নান জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাবু ওই সিলিন্ডার গ্যাস বন্ধ করার সময় ছেলেকে নিয়ে স্ত্রীকে বাহিরে যেতে বলেন।
×