ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

প্রকাশিত: ০৬:৩৯, ২৯ মে ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪৩১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৪ কোটি ৩০ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে ৪৪৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ২২৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ার বিক্রির চাপ বাড়ে। এই চাপেই সূচকের পতন ঘটে। শেষ পর্যন্ত ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচকও ১১ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইন্ট্রাকো রিফুয়েলিং, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, মিরাকল ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল, লিগ্যাসি ফুটওয়ার, গ্রামীণ ফোন, বিএসআরএম লিমিটেড ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : কুইন সাউথ টেক্সটাইল, লিগ্যাসি ফুটওয়ার, ট্রাস্ট ব্যাংক, ঢাকা ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মুন্নু স্টাফলার, ইস্টার্ন লুব্রিক্যান্ট ও অলিম্পিক এক্সেসরিজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : শ্যামপুর সুগার, ইমাম বাটন, ঝিল বাংলা সুগার, তাকাফুল ইন্স্যুরেন্স, সামাতা লেদার, জুট স্পিনার্স, প্রিমিয়ার সিমেন্ট, দুলামিয়া কটন, মেঘনা কনডেন্স মিল্ক ও ইউনাইটেড পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭২৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইবিএল, ইন্ট্রাকো রিফুয়েলিং, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার, এডভেন্ট ফার্মা, বিএসআরএম লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, নাহি এ্যালুমিনিয়াম, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও শাশা ডেনিম।
×