ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্যার ফার্গুসনের জন্য শুভকামনা

প্রকাশিত: ০৭:৩১, ২৩ মে ২০১৮

স্যার ফার্গুসনের জন্য শুভকামনা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ফুটবলের যেকোন পর্যায়ের কোচ, খেলোয়াড়দের কাছে সম্মান ও মর্যাদার আসনে থাকা স্যার এ্যালেক্স ফার্গুসন জীবন বাঁচাতে লড়ছেন। ব্রিটিশ ফুটবলের ইতিহাসে সফলতম এ কোচকে বিশ্ব ফুটবলের ইতিহাসেই সর্বকালের সেরাদের অন্যতম বিবেচনা করা হয়। ৭৬ বছর বয়সী স্যার ফার্গুসনের এমন সঙ্কটাপন্ন অবস্থায় পুরো ফুটবল বিশ্বই হতবিহ্বল। সবাই তার সুস্থতা কামনা করে ভালবাসা ও প্রার্থনা জানিয়েছেন আগের দিনই। কিছুটা পিছিয়ে থাকলেন আর্সেনালের কোচ আরসেন ওয়েঙ্গার ও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য অস্ত্রোপচার করানোর পর এখনও নিবিড় পরিচর্যায় (আইসিইউ) আছেন ফার্গুসন। এবার তার সুস্থতা কামনা করলেন ওয়েঙ্গার ও গার্ডিওলা। স্যার ফার্গুসনের মারাত্মক অসুস্থতার খবর জানিয়েছে ফার্গুসনের দীর্ঘদিনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ বছর ঐতিহ্যবাহী এ ক্লাবটির কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এরপরই বিশ্ব ফুটবলের কোচ ও খেলোয়াড়রা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শুভকামনা জানিয়েছেন। সেই তালিকায় আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডেভিড বেকহ্যাম ও ওয়েন রুনিরা। ২০১৩ সালে কোচ হিসেবে অবসর নেন ফার্গুসন। সর্বশেষ সেই মৌসুমেও তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে শিরোপা জিতিয়েছেন। তারপর থেকে ফুটবল থেকে দূরেই ছিলেন। হঠাৎ করেই তার মারাত্মক অসুস্থ হয়ে পড়ার খবরটি পাওয়া গেল। সেটি দিয়েছে তার দীর্ঘদিনের কাজের জায়গা ম্যান ইউ ক্লাবই। কারণ ক্লাবটির হয়ে ১৩ প্রিমিয়ার লীগ, ৫টি এফএ কাপ এবং দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাসহ মোট ৩৮ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব দেখিয়েছেন তিনি। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রিমিয়ার লীগে স্যার ফার্গুসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্সেনালের কোচ ওয়েঙ্গার। তিনিও ২২ বছর ধরে আর্সেনালের কোচ। কিন্তু পেরে ওঠেননি স্যার ফার্গির সাফল্যের সঙ্গে। তারা অবশ্য বর্তমানে ভাল বন্ধুতে পরিণত হয়েছেন। গত সপ্তাহেও ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে ওয়েঙ্গারকে একটি বিশেষ উপহার দিয়েছেন স্যার ফার্গুসন। এ বিষয়ে ওয়েঙ্গার বলেন, ‘আমি তার সঙ্গে গত সপ্তাহেই মাঠে ছিলাম। ম্যাচ শেষে তার সঙ্গে দেখা করতে আমি বক্সে গিয়েছিলাম এবং তাকে বেশ ভালই দেখাচ্ছিল।’ ওয়েঙ্গার নিজেও রবিবার নিজের অবসরে যাওয়ার বক্তব্য দিয়ে ফেলেছেন এমিরেটস স্টেডিয়ামে। এ মৌসুম শেষেই কোচিং ক্যারিয়ারকে বিদায় জানাবেন তিনি। এখন স্যার ফার্গুসনের এই হঠাৎ অসুস্থতা নিয়ে তিনি বলেন, ‘আমাকে তিনি বলছিলেন যে বর্তমানে প্রচুর ব্যায়াম করছেন এবং তাকে বেশ হাসিখুশিই দেখাচ্ছিল। তবে এ ধরনের দুর্ঘটনা হতেই পারে। আমরা সবাই তার ভাল কিছু কামনা করি এবং দ্রুত আরোগ্য প্রার্থনা করি। তিনি বেশে শক্ত মানুষ এবং খুবই বাস্তববাদী।’ ম্যান ইউয়ের সবসময়ের চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। সেই দলটির কোচ বর্তমানে গার্ডিওলা। এবার ম্যানসিটিকে তিনি প্রিমিয়ার লীগ জিতিয়েছেন। হাডার্সফিল্ডের সঙ্গে ঘরের মাটিতে গোলশূন্য ড্র করার পর তিনি বলেন, ‘স্টেডিয়ামে সব ম্যানচেস্টার সিটি ভক্তদের মধ্যে এমন কাউকে খুঁজে পাবেন না যে সবচেয়ে চমৎকার লোকটির জন্য শুভকামনা করছে না।’ ম্যানসিটির কোচিং স্টাফে থাকা ব্রায়ান কিড এক সময় ফার্গুসনের সহকারী হিসেবে কাজ করেছিলেন। গার্ডিওলা তাকেও কিছু বলার জন্য আহ্বান জানান। কিড বলেন, ‘সবাই জানে তিনি কেমন কঠিন মানুষ। তিনি সাধারণ কোন মানুষ নয়, স্যার এ্যালেক্সকে কোনভাবেই মুছে ফেলা যাবে না।’
×