ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হ্যারি ও মেগানের বিয়ে ॥ গিফট শপগুলোতে উপচেপড়া ভিড়

প্রকাশিত: ০৭:১২, ১৮ মে ২০১৮

হ্যারি ও মেগানের বিয়ে ॥ গিফট  শপগুলোতে উপচেপড়া ভিড়

একটি রাজকীয় বিয়েকে সামনে রেখে যুক্তরাজ্যের উন্ডসরে গিফট শপ, কোমল পানীয় দোকান ও সড়কের বিক্রেতারা এখন পুরোদমে বেচাকেনায় ব্যস্ত। শহরটিতে বেড়াতে আসা পর্যটকদের আনা-গোনা বৃদ্ধি পাওয়ায় বিক্রেতাদের ব্যবসায়ও বেশ কার্টি চলছে। পণ্যে প্রিন্স হ্যারি বা মেগান মার্কেলের চেহারার ছবি থাকলে তো কথাই নেই, দোকানের তাক সহজেই খালি হয়ে যাচ্ছে। উন্ডসর ক্যাসেলে শনিবার এমনই দৃশ্য দেখা যায়। ক্যাসেলের দেয়ালের বিপরীত পাশে এপি সুভিনিয়রস ও গিফট দোকানের মালিক মালকিট আওজলা জানান, তার বেচাকেনা বেশ ভাল চলছে। তিনি বলেন, ‘যথেষ্ট ভাল বিক্রি হওয়ায় ব্যবসায় এখন পর্যন্ত ২৫-৩০ শতাংশ লাভ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘হ্যারি ও মেগানের বিবাহ অনুষ্ঠানের আগে দোকানগুলোতে মগ, টি-টাওয়াল, ম্যাগনেট, ছোট থালা ও পতাকাই বেশি বিক্রি হচ্ছে।’ মালকিট আওজলা বলেন, ‘কোন কিছুর অর্ডার করার পরপরই সেগুলো দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। দোকানের শপিং ব্যাগও সব শেষ। গত দু’সপ্তাহ আগে আনা ৯৬ পিস টি-টাওয়াল ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। মাস্টার গিফটস এ্যান্ড সুভিনিয়রস শপ তাদের দোকানে প্রবেশ মুখে বিয়ে সংক্রান্ত জিনিসপত্র সাজিয়ে রেখেছে। দোকানটির সহকারী জুলিয়াস মারিয়াডাস বলেন, ‘ক্রেতারা দোকানের স্টাফদের দেখলে ভেতরে প্রবেশ করছেন।’ হ্যারি ও মেগানের বিয়ের রেপ্লিকা এনগেজমেন্ট রিং (আংটি) মাত্র ৯.৯৯ পাউন্ড বা ১৩.৫০ মার্কিন ডলার বা ১১.৫০ ইউরোতে পাওয়া হচ্ছে। এছাড়া প্রতি পিস মগ ও ম্যাগনেট যথাক্রমে ৬.৯৯ ও ২.৯৯ পাউন্ডে বিক্রি হচ্ছে। মারিয়াডাস আরও বলেন, ‘রাজকীয় বিবাহ উৎসবের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এখানে আসছেন। তারা বিভিন্ন জিনিসপত্র ক্রয় করছেন। তাই সময়গুলো ভালই যাচ্ছে আমাদের।’ তবে পুলিশের অবসরপ্রাপ্ত কেভিন জানান, তিনি তার পছন্দসই পণ্যের ব্যবসা করতে পারছেন না। তাই তার ব্যবসায় কিছুটা মন্দা যাচ্ছে। -এএফপি
×