ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার গির্জায় হামলার দায় স্বীকার আইএসের

প্রকাশিত: ০৮:৪১, ১৪ মে ২০১৮

ইন্দোনেশিয়ার গির্জায় হামলার দায় স্বীকার আইএসের

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরের তিনটি গির্জায় একটি পরিবারের সদস্যরাই বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবারের এ হামলায় এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং আরও অন্তত ৪০ জন মানুষ আহত হয়েছে। খবর বিবিসির। পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বলেন, একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলা চালান ওই পরিবারের মা ও তার দুই সন্তান। অন্যদিকে, বাবা আরও তিন ছেলেকে নিয়ে অপর দুটি গির্জায় হামলা চালান। ২০০৫ সালের পর এটিই ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ বোমা হামলা। জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। এর আগে ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংস্থা ওয়াবান পুরবান্তো জানিয়েছিল, আইএস অনুপ্রাণিত জঙ্গী গোষ্ঠী জেমা আনশারুত দৌলা (জেএডি) এ হামলা চালিয়েছে।
×