ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৬:৪৫, ১৪ মে ২০১৮

গাজীপুরে গুলি করে  ১১ লাখ টাকা  ছিনতাই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে প্রকাশ্যে গুলি করে মোবাইল অপারেটর রবি’র ও বিকাশের স্থানীয় এজেন্টের ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার উনিশে টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে। এতে ছিনতাইকারীদের গুলিতে দু’জন আহত হয়েছে। গুলিবিদ্ধরা হলেন-ইকবাল হোসেন (৩৫) ও আসাদুজ্জামান (৩০)। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে ইকবাল বিকাশের এবং আসাদুজ্জামান রবি’র কর্মী। জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চান্দনা চৌরাস্তা গ্রেট ওয়াল আবাসিক এলকার মোবাইল অপারেটর রবি এবং বিকাশের স্থানীয় এজেন্টের প্রতিষ্ঠান জমাদ্দার এন্টারপ্রাইজ থেকে বিক্রীত ১১ লাখ টাকা নিয়ে আসাদ, ইকবাল ও সুমন পাশর্^বর্তী উনিশে টাওয়ার ভবনস্থিত ইউসিবি ব্যাংক গাজীপুর চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যায়। বেলা ১১টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংলগ্ন ওই ব্যাংকের ভবনের নিচে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ সময় ব্যাগ নিয়ে টানাটানির একপর্যায়ে ছিনতাইকারীরা আসাদ ও ইকবালকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছুড়ে। এতে ওই দুইজন পায়ে গুলিবিদ্ধ হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করে। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে দুইটি মোটরসাইকেযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ আসাদ ও ইকবালকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
×