ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে এমপি মাঈদুলের জানাজায় মানুষের ঢল

প্রকাশিত: ০৫:২২, ১৩ মে ২০১৮

কুড়িগ্রামে এমপি মাঈদুলের  জানাজায়  মানুষের ঢল

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে নিজ গ্রামে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাঈদুল ইসলাম মুকুলের দ্বিতীয় জানাজায় হাজারও মানুষের ঢল নেমে এসেছে। প্রিয় এই নেতাকে এক নজর দেখার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারও মানুষ। শনিবার সাড়ে ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাধারণ মানুষসহ স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের লোকজন অংশগ্রহণ করে। এর আগে সকাল সোয়া ১১টায় এমপির মরদেহ হেলিকপ্টারে ঢাকা থেকে উলিপুরে নিয়ে আসা হয়। হেলিকপ্টারটি উলিপুর স্টেডিয়াম মাঠে অবতরণ করে। মাঈদুল ইসলামের ফুফাত ভাই যাদু মিয়া জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে দুপুর সোয়া ১টায় তার মরদেহ হেলিকপ্টারে আসাদ গেটে অবস্থিত ঢাকার বাসভবনে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাত ভাই সফিকুল ইসলাম দারা। এর আগে তার প্রথম জানাজা ঢাকায় (১১ মে) বাদ জুমা আসাদ গেট নিউ কলোনি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রবিবার জাতীয় সংসদ ভবন ও গুলশান আজাদ মসজিদে বাদ আছর ৪র্থ জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। উল্লেখ্য, ১০ মে রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে তিনি গত ১৫ এপ্রিল ওই হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় ২২ এপ্রিল থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এ.কে.এম মাঈদুল ইসলাম কুড়িগ্রাম ৩ নির্বাচনী আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
×