ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে এনেছেন ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৪, ৮ মে ২০১৮

শেখ হাসিনা বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে এনেছেন ॥ আইনমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৭ মে ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান নিয়ে অনেক খেলা হয়েছে, অনেক রং বদলানো হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী মানবতাবিরোধীদের বিচার করে দেখিয়ে দিয়েছেন দেশে বিচার ব্যবস্থা আছে। বিচারকদের মানোন্নয়নে বিদেশে পাঠিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। রবিবার ২০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা ও দায়রা জজ মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসন-৬ এ এমপি সেলিনা বেগম স্বপ্না, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা বারের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট গোলাম হাসনাইন, জেলা এ্যাডভোকেট বার সমিতির সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আহসান হাবীব হাসান প্রমুখ।
×