ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আলোচনায় গাজী সাবাবের ‘আম্মু’

প্রকাশিত: ০৭:৫৩, ৬ মে ২০১৮

আলোচনায় গাজী সাবাবের ‘আম্মু’

স্টাফ রিপোর্টার ॥ গাজী সাবাব বিন আনাস। এক বিস্ময় সঙ্গীত বালকের নাম। তিন বছর বয়সের এই শিশু মাকে নিয়ে ‘আম্মু’ শিরোনামে এক গান গেয়ে সবাইকে অবাক করে দিয়েছে। ‘হেভেন টিউন স্টুডিও লাইভ’ থেকে গত সম্প্রতি রিলিজ পাওয়া এই গান ফেসবুকের বিভিন্ন পেজ থেকে কোটির অধিক ভিউ হয়েছে, যা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক অবিস্মরণীয় ঘটনা বলে সঙ্গীত বোদ্ধারা অভিমত প্রকাশ করেছেন।রাজধানীর হ্যাভেন টিউন স্টুডিওতে ধারণকৃত গানটির মিউজিক কম্পোজিশন করেছেন জয়নুল আবেদীন একাত্ম। ভিডিও পরিচালনায় ছিলেন গুণী নির্মাতা গাজী আনাস রওশন এবং গ্রাফিক্স ডিজাইন ও সম্পাদনায় ছিলেন সাঈদ জুবায়ের। গানটি খুদে শিল্পী গাজী সাবাব বিন আনাস পৃথিবীর সকল মাকে উৎসর্গ করেছেন। গানটির আয়োজক হেভেন টিউন স্টুডিও লাইভের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী আনাস রওশন বলেন, গাজী সাবাব বিন আনাস আমার পুত্র। আমার সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতি এত অল্প বয়স থেকেই তার আগ্রহ আমাকে ভীষণভাবে তাড়িত করে। আমার সহধর্মিণী গাজী ফজিলা আনাস তথা সাবাবের মায়ের প্রতি সাবাবের ভালবাসাও আমাকে বিস্মিত করে। এক পর্যায়ে গীতিকার কবির আল মামুনের রচনায় ও সুরকার মাহফুজ মামুনের সুরে ‘আম্মু’ শিরোনামে হৃদয়স্পর্শী এই গানটি সাবাবকে শুনতে দেয়া হয়। মোবাইলে শুনে শুনে সাবাব গানটি রপ্ত করে ফেলে এবং তার কণ্ঠে ধারণ করে। সবার আগ্রহ আর উৎসাহের ফল হিসেবে সাবাবের গাওয়া ‘আম্মু’ গানটি আজ পুরো দেশের সকলের মুখে মুখে গীত হচ্ছে। সাবাবের বাবা হিসেবে আমি বেশ আনন্দিত । আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করছি। ভবিষ্যতে ও যেন একজন বড় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, দেশের সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধ করতে পারেন সে জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
×