ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:২০, ১ মে ২০১৮

উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের  পররাষ্ট্রমন্ত্রী

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গত শুক্রবার ঐতিহাসিক আলোচনার পর চলতি সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কোরীয় উপদ্বীপে কূটনৈতিক অস্থিরতার পরই এই সফর করবেন ওয়াং ই। উত্তর কোরিয়ার একমাত্র অর্থনৈতিক মিত্র চীন। তবে এ বছর চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্য দিয়ে এই বন্ধুত্ব অন্য মাত্রা পায়। গত কয়েক বছরের মধ্যে এটাই হবে উত্তর কোরিয়ায় চীনের সর্বোচ্চ পর্যায়ের কোন কর্মকর্তার প্রথম সফর। আগামী সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা। দক্ষিণ কোরিয়ার নেতারা এর মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। - এএফপি
×