ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌজাহাজ

প্রকাশিত: ০৬:৪২, ২৯ এপ্রিল ২০১৮

চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌজাহাজ

স্টফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশে চারদিনের শুভেচ্ছা সফরে এসেছে রাশিয়ান নৌবাহিনীর জরিপ জাহাজ এডমিরাল ভøাদিমিরিস্কি। শনিবার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছায়। এ সময় নৌবাহিনীর রীতি অনুযায়ী রাশিয়ার জাহাজকে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার (অপারেশন্স) ক্যাপ্টেন মির্জা মামুন-উর-রশীদ এবং কর্মকর্তারা। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে নৌবাহিনী জাহাজ ‘বঙ্গবন্ধু’ এটিকে অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালে জরিপ জাহাজটির অধিনায়ক আলেকজান্ডার ভিয়াসসাবোভিচ পাইসিন এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান হাইকমিশনের ডিফেন্স এডভাইজারসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ কাপ্তাইয়ে নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জম, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্ট, বানৌজা নির্ভীক ঘাঁটি, বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক এ্যান্ড ওশেনোগ্রাফিক সেন্টার (বিএনএইচওসি), বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল ও চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। নৌবাহিনী জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ান নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ১ মে বাংলাদেশ ত্যাগ করবে।
×