ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রথম প্রান্তিকে গুগলের আয় ৩১.১৫ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৪:১৬, ২৬ এপ্রিল ২০১৮

প্রথম প্রান্তিকে গুগলের আয় ৩১.১৫ বিলিয়ন ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ গুগল সার্চ ও ইউটিউব বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের। কোম্পানিটি বলছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের প্রত্যাশার চেয়ে বেশি আয় হয়েছে। এ সময়ে রাজস্ব দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলারে। অথচ অর্থ বিশ্লেষকরা আশা করেছিলেন, প্রথম প্রান্তিকে আয় দাঁড়াতে পারে ৩০ দশমিক ৩ বিলিয়ন ডলারে। তবে বিজ্ঞাপনী আয় বাড়ার বিপরীতে প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যয়ও ব্যাপক বেড়েছে। এতে বছরের প্রথম প্রান্তিকে অ্যালফাবেটের মোট আয়ের ওপর ব্যাপক প্রভাব পড়তে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ্যালফাবেট সম্প্রতি তাদের প্রান্তিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয় হয়েছে ৭ বিলিয়ন ডলার। গেল বছরের একই সময়ে যা ছিল ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। এ্যালফাবেটের মূল আয় আসে গুগলের বিজ্ঞাপন ব্যবসা থেকে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে যা হয়েছে ২৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ২১ দশমিক ৪ বিলিয়ন ডলার। শুধু গুগল এ্যাড থেকেই এসেছে ২২ বিলিয়ন ডলার। আর বিজ্ঞাপনের অন্যান্য নেটওয়ার্ক থেকে এসেছে ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। তবে এ্যালফাবেটের রাজস্ব আয় বাড়লেও ভবিষ্যৎ মুনাফা ভাবিয়ে তুলছে কোম্পানিটিকে। কোম্পানিটি বর্তমানে বিভিন্ন স্টার্টআপ বা নতুন উদ্যোগগুলোয় বিনিয়োগ করছে। এ ছাড়া ফোনভিত্তিক কম্পিউটিং বিশ্বের দিকে বেশি মনোযোগী হয়েছে। স্বয়ংক্রিয় গাড়ি থেকে শুরু করে হার্ডওয়্যার বিক্রি বা ক্লাউড কম্পিউটিংয়ে জোর দিচ্ছে। এসব বিষয় অ্যালফাবেট থেকে ভবিষ্যৎ মুনাফা নিয়ে দুশ্চিন্তায় ফেলেছে বিনিয়োগকারীদের।
×