ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তৈরি হচ্ছে মঙ্গলগ্রহের রকেট

প্রকাশিত: ০৬:১০, ২৪ এপ্রিল ২০১৮

তৈরি হচ্ছে মঙ্গলগ্রহের রকেট

বিগ ফ্যালকন রকেট বা সংক্ষেপে বিএফআর, এই রকেট দিয়ে ২০২২ সালের মধ্যে মঙ্গল অভিযান চালানোর লক্ষ্য হাতে নিয়েছেন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। এই রকেট যুক্তরাষ্ট্রের পোর্ট অফ লস এ্যাঞ্জেলসে বানানো হবে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। প্রযুক্তি সাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয়, লস এ্যাঞ্জেলস বোর্ড অব হারবার কমিশনারস সর্বসম্মতিক্রমে স্পেসএক্সকে এই অনুমতি দিয়েছে। এই অনুমতি অনুযায়ী প্রতিষ্ঠানটি পোর্ট অব লস এ্যাঞ্জেলসের টার্মিনাল আইল্যান্ডের নতুন জায়গায় বিএফআর রকেট নির্মাণ করবে। প্রতিবেদনে বলা হয়, ওই বন্দরে ১৯ একর জায়গায় রকেটটির ‘আঁতুড়ঘর’ তৈরি করা হবে। আর এতে কর্মসংস্থান হবে ৭০০ জনের মতো মানুষের- দাবি স্পেসএক্সের। এই নির্মাণ কেন্দ্রটির বেশিরভাগই হবে কৃত্রিমভাবে বানানো একটি দ্বীপে, যা আদতে বন্দর কর্তৃপক্ষের আওতাধীন। -অর্থনৈতিক রিপোর্টার
×