ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যানকে প্রধান অতিথি না করায় যুবকের পা ও মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

প্রকাশিত: ০৬:৫৩, ২১ এপ্রিল ২০১৮

চেয়ারম্যানকে প্রধান  অতিথি না করায়  যুবকের পা ও মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২০ এপ্রিল ॥ আমতলীতে উরস মাহফিলে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে প্রধান অতিথি না করায় রিয়াজ মৃধা (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে দু’পা ও মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে তার সন্ত্রাসীরা বাহিনী। আহত যুবককে বরিশাল শেরই-বাংলা মেডিক্যল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে শুক্রবার দুপুরে। জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রিজ সংলগ্ন দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে গত ১৬ এপ্রিল কাদেরিয়া তরিকার উরস মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে প্রধান অতিথি না করে তার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদুজ্জামান মিন্টু মল্লিককে প্রধান অতিথি করা হয়। এতে ক্ষিপ্ত হয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা ও তার লোকজন। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে উত্তর তক্তাবুনিয়া গ্রামের বিশ^াস বাড়ির সামনে উরস মাহফিল কমিটির পরিচালক রিয়াজ মৃধার মোটরসাইকেলের গতি রোধ করে। পরে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী তুহিন মৃধা, সালাউদ্দিন মৃধা, রিন্টু মৃধা, সফিউল মোল্লা, ইব্রাহিম মৃধা, শামীম মৃধা, বাবু হাওলাদার ও মোকলেস মৃধাসহ ১০/১৫ জন তাকে কপিুয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এবং তার সঙ্গে থাকা ৫৫ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে রিয়াজ মৃধাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সঙ্কটজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থন পরিদর্শন করে এবং মোটরসাইকেল উদ্ধার করেছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মিঠুন সরকার বলেন, আহত রিয়াজ মৃধার বাম পায়ের হাঁটুর বাটি, ডান পায়ের হাঁটুর নিচে (নলা) ও মেরুদন্ড ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ভেঙ্গে দিয়েছে। তিনি আরও বলেন, তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
×