ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন ল্যাঙ্গার?

প্রকাশিত: ০৭:০৭, ১৯ এপ্রিল ২০১৮

অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন ল্যাঙ্গার?

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ড্যারেন লেহম্যান। যদিও নিষিদ্ধ সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথ পরিষ্কার বলেছেন, ওই ঘটনায় কোনভাবেই কোচ জড়িত নন। তবু বিবেকের তাড়নায় সরে গেছেন লেহম্যান। এ সপ্তাহেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অসি গণমাধ্যমের খবর, লেহম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন আরেক সাবেক তারকা ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার। অবশ্য সিএ বলছে, ‘এখনও কাউকে নিয়োগ দেয়া হয়নি বা কাউকে নিয়োগের ব্যাপারে বোর্ড সভায় আলোচনাও হয়নি। আমরা আশা করছি, এই সভার পর নিয়োগের সময়সীমা এবং কার্যপদ্ধতির ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে পারব।’ ৪৭ বছর বয়সী ল্যাঙ্গার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ সকারের কোচ হিসেবে গত পাঁচ মৌসুমে দারুণ সফলতার পরিচয় দিয়েছেন। এই সময়ে তিনি তিনটি বিগ ব্যাশ শিরোপা জিতেছেন, জিতেছেন দুটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট। শুধু তাই নয়, ল্যাঙ্গারের কিন্তু অস্ট্রেলিয়া দলকে কোচিং দেয়ারও অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে স্মিথদের ভারপ্রাপ্ত কোচ ছিলেন তিনি। সুতরাং সম্ভাবনা প্রবল।
×