ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ এপ্রিল ২০১৮

মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ “মুক্তিযুদ্ধবিরোধী সকল চক্রান্ত রুখে দাঁড়াও” সেøাগান সামনে রেখে ৬ দফা দাবি নিয়ে মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তাঁরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। মুক্তিযোদ্ধাদের ৬ দফা দাবিগুলো কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে দেশে অরাজকতা, নাশকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আট দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৮ এপ্রিল ॥ কালীগঞ্জ উপজেলা বাজারে বুধবার ভোরে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ৮ দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা। কাপড় ব্যবসায়ী মাধব চন্দ্র রায় জানান, আগুনে তার একটি কাপড়ের দোকান পুড়ে গেছে এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে কাপড়ের দোকান, টেইলার্স, জুতার দোকান, কসমেটিক্স, বইয়ের দোকান, কম্পিউটার-ফটোকপি ও ফলের দোকানসহ মোট ৮টি দোকান।
×