ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গালফ্ শিল্ডে অংশগ্রহণ

সেনা প্রধানকে বিশেষ সম্মাননা দিলেন সৌদি সরকার

প্রকাশিত: ০৬:৩৫, ১৮ এপ্রিল ২০১৮

সেনা প্রধানকে বিশেষ সম্মাননা দিলেন সৌদি সরকার

যৌথ সামরিক অনুশীলন গালফ্ শিল্ড গত ১৬ এপ্রিল সৌদি আরবের দাম্মামে সমাপ্ত হয় যা গত ১৮ মার্চ শুরু হয়েছিল। উক্ত অনুশীলনে সর্বমোট ২৩ দেশের সামরিক বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকৃত দেশসমূহের মধ্যে রয়েছে-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, বাহরাইন, কাতার, কুয়েত, মিসর, জর্দান, সুদান, মৌরিতানিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, শাদ, জিবুতি, নাইজার, কমরোস, আফগানিস্তান, ওমান, গায়ানা, তুরস্ক ও বুরকিনাফাসো। বাংলাদেশ সামরিক বাহিনীর ১৮ সদস্যের দল (সেনাবাহিনী-১২, নৌবাহিনী-০৩, বিমানবাহিনী-০৩) উক্ত অনুশীলনে অংশগ্রহণ করে। যৌথ সামরিক অনুশীলনে অংশগ্রহণকারী বাংলাদেশের সামরিক সদস্যরা মূলত পর্যবেক্ষণ এবং অনুশীলন পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অনুশীলন গালফ্ শিল্ড এর সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধানসহ অংশগ্রহণকারী দেশসমূহের রাষ্ট্রপ্রধান ও বাহিনী প্রধানগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইতোপূর্বে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে সৌদি সরকারের উপ-প্রতিরক্ষামন্ত্রী “বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স” প্রদান করেন। -আইএসপিআর
×