ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিদেশী গুপ্তচর ধরতে ওয়েবসাইট

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ এপ্রিল ২০১৮

বিদেশী গুপ্তচর ধরতে ওয়েবসাইট

চীন রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বিদেশী গুপ্তচরবৃত্তি ঠেকাতে মান্দারিন ও ইংলিশ ভাষায় একটি ওয়েবসাইট চালু করেছে। এর মাধ্যমে দেশটির নাগরিকরা ‘সমাজতান্ত্রিক ব্যবস্থা নিপাত যাক’ এর মতো জাতীয় নিরাপত্তা হুমকির মতো বিষয়গুলো সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে পারবে। এএফপি। ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট এক দুই তিন তিন নয় ডট গভ ডট সিএন ঠিকানার এই ওয়েবসাইটটি গত রবিবার চীনের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় প্রকাশ করেছে। এতে কোন দেশী বা বিদেশী নাগরিক চীনের সামরিক কর্মকর্তা, সংঘর্ষ বা জাতিগত বিভেদ উস্কে দেয় এমন বিষয়ে প্রশ্ন করলেই তার সম্পর্কে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া সমস্যা তৈরি করতে পারে এমন সন্দেহ হলে তাও কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে, এক্ষেত্রে কয়েকজন বিদেশী কোথাও বৈঠকের আয়োজন করলে তা এই তালিকায় পড়বে। তথ্য সত্য ও গুরুত্বপূর্ণ হলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের পরিমাণ নিয়ে ওয়েবসাইটে বিস্তারিত কিছু দেয়া হয়নি, তবে চলতি মাসেই রাষ্ট্রীয় মালিকানাধীন বেজিং ডেইলি এক প্রতিবেদনে পুরস্কারের অঙ্ক দেড় হাজার ডলার থেকে তিয়াত্তর হাজার ডলার হতে পারে বলে প্রচার করেছে। ২৩ মাওবাদী বিদ্রোহীর আত্মসমর্পণ ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী ২৩ বিদ্রোহী আত্মসমর্পণ করেছে। সোমবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ২৩ চরমপন্থী বিদ্রোহী আত্মসমর্পণ করেছে। নারায়ণপুর জেলায় সপ্তাহান্তে তারা আত্মসমর্পণ করে। তারা সমাজের মূলধারায় ফিরে আসতে চায়। ছত্তিশগড়ে প্রায়ই মাওবাদীরা সহিংস তৎপরতা চালায়। -সিনহুয়া
×