ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে গৃহবধূ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৫১, ৪ এপ্রিল ২০১৮

নাটোরে গৃহবধূ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ এপ্রিল ॥ নাটোরের বড়াইগ্রামের আঙ্গুরি আবেদীন হত্যা মামলায় প্রতিবেশীসহ ৬ জনের যাবজ্জীবন ও পুত্রবধূ বিউটি আক্তারকে ৭ বছরের কারাদ- দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাসানুজ্জামান এই দ-াদেশ প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেনÑ উপজেলার দিয়ারপাড়া গ্রামের চান মোল্লার ছেলে শামিম হোসেন, আব্দুর রহিমের ছেলে মিল্টন, আব্দুর রশিদের ছেলে সেলিম উদ্দিন, আকছেদ মোল্লার ছেলে আব্দুস সামাদ, মৃত নূরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ও সিরাজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম এবং ৭ বছরের কারাদ-প্রাপ্ত আঙ্গুরি আবেদীনের পূত্রবধূ বিউটি আক্তার কামরুল ইসলামের মেয়ে। উল্লেখ্য, ২০১২ সালের ৫ নবেম্বর বড়াইগ্রামের দিয়ারপাড়ার আঙ্গুরি আবেদীনকে তার পুত্রবধূ বিউটি আক্তারের সহায়তায় অপহরণ ও পরে হত্যা করা হয়। এ ঘটনার নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করে। কলাপাড়ায় শিশু অপহরণের শিকার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ এপ্রিল ॥ কলাপাড়ায় রাখাইন তরুণী নিশি তালুকদারের তিন বছরের শিশু সন্তান অপহরণের ঘটনায় আদালতে দাখিলকৃত নালিশী মামলা আমলে নিয়ে আদালত মহিপুর থানার অফিসার ইনচার্জকে এজাহার গ্রহণের আদেশ দিয়েছে। মঙ্গলবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক মোঃ মনিরুজ্জামানের আদালত এ আদেশ প্রদান করেন। এনজিও সংস্থা ব্র্যাক লিগ্যাল এইড সেল আদালতে নিশির মামলা পরিচালনায় সহায়তা দেয়। জানা গেছে, ৩০ মার্চ সকালে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ১০নং ওয়ার্ডের লিমা (২৩), রুবীসহ (২৮) ৫ জন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে এসে কুয়াকাটার কেরানীপাড়া রাখাইন পল্লীতে যায় এবং নিশির শিশুসন্তানকে দেখতে চায়। নিশি সরল মনে তার পুত্র আবিরকে দেখায়। এ সময় আসামিরা তার শিশুপুত্রকে কোলে নিয়ে বাইকে দ্রুত সটকে পড়ে।
×