ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিএফএস থ্রেড ডাইংয়ের আইপিও অনুমোদন

প্রকাশিত: ০৬:৩৮, ৪ এপ্রিল ২০১৮

ভিএফএস থ্রেড ডাইংয়ের আইপিও অনুমোদন

ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ আইপিও অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ভিএফএস থ্রেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২২ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৯০ পয়সা। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা শূন্য ২ পয়সা। পুঁজিবাজার দিয়ে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি প্লান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংকঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ বাবদ ব্যয় করবে। -অর্থনৈতিক রিপোর্টার মিরাকল ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের কর্পোরেট পরিচালক পাভারটন সিকিউরিটিজ লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, পাভারটন সিকিউরিটিজ ১ লাখ ৩০ হাজার শেয়ার বেচবে। এই কর্পোরেট পরিচালকের কাছে কোম্পানির মোট ১৩ লাখ ৪১ হাজার ৯৯টি শেয়ার আছে। উল্লেখ্য, পাভারটন সিকিউরিটিজ আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×