ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাজের চলচ্চিত্র বঙ্গে

প্রকাশিত: ০৪:৩৩, ২ এপ্রিল ২০১৮

জাজের চলচ্চিত্র বঙ্গে

স্টাফ রিপোর্টার ॥ জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্রগুলো খুব শীঘ্রই বঙ্গ প্লাটফর্ম থেকে বায়োস্কোপ, রবিটেলসহ সব ডিজিটাল মাধ্যমে দেখতে পাবে দর্শক। পাশাপাশি এখন থেকে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টের দায়িত্বও নিয়েছে বঙ্গ। শনিবার বিকেলে রাজধানীর এক অভিজাত হোটেলে বঙ্গ ও জাজের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়। বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ ভাই বলেন, এখন অনেক খারাপ সময় যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়াকে ফিল্ম মিডিয়াকে টিকিয়ে রাখার জন্য তারা অনেক কিছুই করছে। অর্ধেক বঙ্গবিডি আর অর্ধেক জাজ মিলে একটি ডিজিটাল প্লাটফর্মে দাঁড়াবে আগামীতে, যা বাংলা চলচ্চিত্রের জন্য ভাল কিছু বয়ে আনবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে ডিজিটাল প্লাটফর্মের কোন বিকল্প নেই। আশা করি সামনের দিনগুলো আমরা একসঙ্গেই কাজ করব। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, দেশ-বিদেশের অনেক দর্শকই জাজের পুরান চলচ্চিত্রগুলো অনলাইনে দেখতে চান। কিন্তু না পেয়ে তারা মন খারাপ করে আমাদের বকেন। আশা করছি এবার সেই বকাবকি থামবে। খুব শীঘ্রই আমাদের সবগুলো চলচ্চিত্র এক এক করে বঙ্গ প্লাটফর্ম থেকে বায়োস্কোপ, রবিটেলসহ সব ডিজিটাল মাধ্যমে দেখতে পাবেন। অনুষ্ঠানে বক্তারা জানান, মিডল ইস্ট, মালয়েশিয়া ও কলকাতাতেও একটি বড় মার্কেট রয়েছে বাংলা সিনেমার।
×