ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিকদার গ্রুপ ইন্ডিপেন্ডেন্স ডে গলফ

প্রকাশিত: ০৬:২৮, ৩১ মার্চ ২০১৮

সিকদার গ্রুপ ইন্ডিপেন্ডেন্স ডে গলফ

স্পোর্টস রিপোর্টার ॥ তিনদিনব্যাপী সিকদার গ্রুপ ইডিপেন্ডেন্স ডে গলফ কাপ টুর্নামেন্ট ২০১৮ ঢাকার কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে। শুক্রবার সকালে গলফ কোর্সের মঞ্চে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উল্লেখ্য, ষষ্ঠবারের মতো সিকদার গ্রুপ ইন্ডিপেন্ডেন্স ডে গলফ কাপ টুর্নামেন্ট কুর্মিটোলা গলফ কোর্সে গত বুধবার শুরু হয়। টুর্নামেন্টে উচ্চপদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তা, ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিশিষ্ট ব্যবসায়ীরাও অংশ নেন। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে আর এ্যান্ড আর এভিয়েশন এবং আর এ্যান্ড আর হোল্ডিংস লিমিটেডের (সিকদার গ্রুপ) চেয়ারম্যান রিক হক সিকদার, ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার, পরিচালক ও চীফ অপারেটিং অফিসার (সিওও) সৈয়দ কামরুল ইসলাম মোহন এবং উপদেষ্টা এয়ার কমোডর (অবঃ) সাকিব ইকবাল খান মজলিস উপস্থিত ছিলেন। এছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল একেএম আব্দুল্লাহিল বাকী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওবাইদুল হক (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার (গলফ অপারেশন্স) লে. কর্নেল মোঃ আব্দুল বারী (অবঃ) এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গলফ ক্লাবের বলরুমে অনুষ্ঠিত হয়।
×