ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৫ম ব্যাচের আবেদনপত্র গ্রহণ করছে জিপি এ্যাকসেলেরেটর

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ মার্চ ২০১৮

৫ম ব্যাচের আবেদনপত্র গ্রহণ করছে জিপি এ্যাকসেলেরেটর

গ্রামীণফোন এ্যাকসেলেরেটর তার পঞ্চম ব্যাচের জন্য আবেদন পত্র গ্রহণ শুরু করেছে। স্টার্টআপ ঢাকার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেয়ার জন্য মিনিমাম ভায়বল প্রোডাক্ট (এমভিপি) আছে এমন প্রযুক্তিবিষয়ক স্টার্টআপগুলোকে আগামী ৭ এপ্রিল ২০১৮- এর মধ্যেww w.grameenphoneaccelerator.com/apply - এর মাধ্যমে আবেদন করতে আহ্বান জানানো হচ্ছে। জিপি এ্যাকসেলেরেটর একটি উদ্ভাবন সহায়ক প্ল্যাটফর্ম যা দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সহায়তায় চার মাসের একটি প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে স্টার্টআপগুলোকে বাজারে তাদের পণ্য ও সেবা নিয়ে আসতে সহায়তা করে। নির্বাচিত স্টার্টআপগুলোর প্রতিটিকে ১৫০০০ মার্কিন ডলার সিড ফান্ডিং, ১১২০০ ডালারের সমপরিমাণ আমাজন ওয়েব সার্ভিস ক্রেডিট এবং জিপি হাউজে অফিস দেয়া হবে। অভিজ্ঞ বিনিয়োগকারী, খাত বিশেষজ্ঞ এবং পেশাজীবীরা টার্ম শিট, মূল্যায়ন, আর্থিক মডেলিং- এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্টার্টআপগুলোকে সহায়তা করবেন। -বিজ্ঞপ্তি
×