ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতি নয়, কমেছে ওজন

প্রকাশিত: ০৬:৩৩, ২৮ মার্চ ২০১৮

দুর্নীতি নয়, কমেছে ওজন

ভারতের সমাজকর্মী আন্না হাজারে দুর্নীতি বিরোধী আন্দোলনের জন্য আলোচিত। তিনি প্রায়ই সচেতনতা বাড়াতে অনশন কর্মসূচী পালন করেন। এ কর্মসূচী দুর্নীতির ওপর কোন প্রভাব ফেলেছে তা স্পষ্ট না হলেও এর ফলে তার শরীরের ওজন কমে গেছে। শুক্রবার থেকে তিনি দিল্লীর রামলীলা ময়দানে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরুর পর চারদিনে তার ওজন চার কেজি কমে গেছে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন। -এনডিটিভি বরফের বাক্সে মিলল আংটি মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ও ব্যবসায়ী প্যারিস হিলটন শুক্রবার মায়ামির একটি নৈশক্লাবে অবস্থানকালে ২ মিলিয়ন ডলার মূল্যের বাগদানের আংটি হারিয়ে বসেন। আংটি দিয়েছিলেন তার হবু বর ক্রিস জিলকা। বিষয়টি জানার পর ক্লাব কর্তৃপক্ষ এ নিয়ে অনুসন্ধান শুরু করে এবং শেষ পর্যন্ত একটি কোমল পানীয় কোম্পানির বরফের বাক্সের ভেতর আংটিটি পাওয়া যায়। আংটি সেখানে কিভাবে গেল তা জানা যায়নি। -মেট্রো
×