ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্দোলনে বন্দরের স্ক্যানিং অপারেটররা

প্রকাশিত: ০৬:০০, ২৩ মার্চ ২০১৮

আন্দোলনে বন্দরের স্ক্যানিং অপারেটররা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চাকরি নিয়মিত করার দাবিতে আন্দোলনে রয়েছে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কাস্টম হাউস পরিচালিত চারটি কন্টেনার স্ক্যানার এবং দশটি রেডিয়েশন ডিটেকশন ইক্যুইপমেন্ট মেশিনের ৬০ অপারেটর। অবিলম্বে দাবি মানা না হলে তারা একযোগে পদত্যাগের হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, চাকরি নিয়মিত না হওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন। দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনই কর্ণপাত করছে না বলে অভিযোগ করে এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিস্টেম অপারেটর মোঃ জামাল উদ্দিন ভুঁইয়া বলেন, দীর্ঘ নয় বছর ধরে মেশিনগুলোতে এসজিএস-এর পক্ষে আমরা কর্মরত রয়েছি। কাস্টম কর্তৃপক্ষ নতুন টেন্ডার প্রক্রিয়ায় পরবর্তী অপারেটর নিয়োগ করতে যাচ্ছে, যাতে বর্তমান অভিজ্ঞ জনবলকে নিয়োগের বাধ্যবাধকতা নেই।
×