ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একতরফা নির্বাচন করতে খালেদাকে বন্দী রাখা হয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ০৬:০৫, ২২ মার্চ ২০১৮

একতরফা নির্বাচন করতে খালেদাকে বন্দী রাখা হয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আবারও একতরফা নির্বাচন করতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে এবং তাঁকে জামিন দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, মহামান্য হাইকোর্ট বা বিচারিক আদালত খালেদা জিয়াকে জামিন দিয়েছেন, মামলার বিচার কাজও চলমান, খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী, দুই বারের বিরোধী দলীয় নেত্রী, বৃহৎ রাজনৈতিক দলের প্রধান, তাঁকে জামিন দেয়া হলে তিনি দেশ থেকে কখনই পালিয়ে যাবেন না, এমন একজন ব্যক্তির জামিন সুপ্রিমকোর্টে স্থগিত করা হলো। এমন নজির কী কোথাও আছে ? এটা নজিরবিহীন। বিএনপি চেয়ারপার্সনের জনপ্রিয়তাই শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতিহিংসার কারণ, অন্য কিছুই নয়। রিজভী বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার জন্যই তার বিরুদ্ধে নির্দয় ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, এ দেশে যদি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় সে নির্বাচনে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে। তিনি বলেন, দুদক হলো রাতকানা বাদুড়ের মতো। সাজাপ্রাপ্ত দুই আসামি মন্ত্রিত্ব করছেন। তখন তার চোখ কানা হয়ে যায়। এ ছাড়া সারাদেশে সরকারী অর্থ লুট হচ্ছে। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক ও পদ্মা সেতুতে লুট হচ্ছে। সেখানে দুদক কিছু দেখছেন না। অথচ বিএনপি নেতারা কিছু করলে দুদক ঠিকই দেখে। রাতকানা বাদুড় এজন্যই বলছি।
×