ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসসির মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

প্রকাশিত: ০৪:৩১, ১৮ মার্চ ২০১৮

বিএসসির মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) আগের বছর একই সময় থেকে ৩২ শতাংশ বেড়েছে। জানা গেছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত (জুলাই-ডিসেম্বর’১৭) পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭০ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.৫৩ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ০.১৭ টাকা বা ৩২ শতাংশ বেড়েছে। এদিকে ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪০ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.২৪ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ০.১৬ টাকা বা ৬৭ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.৪০ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার সিঙ্গার বিডির লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। বৃহস্পতিবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ৩১ ডিসেম্বর, ২০১৭ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৭৯ পয়সা। গত বছর এর পরিমাণ ছিল ৭ টাকা ১২ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ২৮ টাকা ১৭ পয়সা। গত বছর একই সময়ে ছিল ২৫ টাকা ৩৯ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার
×