ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইতালিতে চলন্ত গাড়ি থেকে গুলি আহত ৬

প্রকাশিত: ০৭:৪২, ৪ ফেব্রুয়ারি ২০১৮

ইতালিতে চলন্ত গাড়ি থেকে গুলি আহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ ইতালির কেন্দ্রস্থলে মাসেরাতা শহরে চলন্ত গাড়ি থেকে পথচারীদের ওপর বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় এক ইতালীয়কে গ্রেফতার করেছে পুলিশ। বিবিসি খবরে বলা হয়, কৃষ্ণাঙ্গ আফ্রিকান অভিবাসীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় এবং আহতরা সবাই কৃষ্ণাঙ্গ। হামলাটি বর্ণবাদী উদ্দেশে চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয়ভাবে সন্দেহভাজন বন্দুকধারীর নাম লুকা ত্রাইনি বলে জানানো হয়েছে। তার বয়স ২৮। পুলিশ তাকে আটকের সময় তার ঘাড়ে ইতালির একটি পতাকা জড়ানো ছিল। তার একটি ছবিও প্রকাশ করেছে পুলিশ। মাসেরাতা শহরের টুইটার এ্যাকাউন্টে বলা হয়েছে, হামলাকারী কালো একটি গাড়ির জানালা দিয়ে গুলি চালায়। এরপর সে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার দু’ঘণ্টা পর তাকে পুলিশ আটক করে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের একজনের অবস্থা গুরুতর। মাসেরাতা শহরের কাছে ১৮ বছরের এক ইতালীয় মেয়ের খি ত লাশ দুটি স্যুটকেসে উদ্ধারের পর ওই খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক নাইজেরীয় অভিবাসী গ্রেফতারের কয়েকদিনের মাথায় এ বন্দুক হামলা হলো।
×