ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ব্যাটিংয়ে তামিম, বোলিংয়ে থিসারা সেরা

প্রকাশিত: ০৬:২২, ২৯ জানুয়ারি ২০১৮

ব্যাটিংয়ে তামিম, বোলিংয়ে থিসারা সেরা

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজের শেষ দুটি ম্যাচে তামিম ইকবালের ব্যাটে রান ছিল না। আর সেই দুটি ম্যাচে হেরেই শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। সবমিলিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চতুর্থবার শিরোপা হাতছাড়া হয়েছে। অথচ টানা তিন ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছেন তামিম এবং সেই তিন ম্যাচেই প্রতিপক্ষকে নাজেহাল করে ফাইনাল নিশ্চিত করেছিল। রাউন্ড রবীন লীগের শেষ ম্যাচ (৫) এবং ফাইনালে (৩) তামিম ব্যর্থ হলেও ত্রিদেশীয় সিরিজের ব্যাটিং নৈপুণ্যে সবার চেয়ে এগিয়ে এ বাঁহাতি ওপেনার। আর বোলিংয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার পেস অলরাউন্ডার থিসারা পেরেরা সবার ওপরে। ব্যাটিংয়েও তিনি ৪ ম্যাচে ১৩৪ রান করার কারণে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ব্যাটিং নৈপুণ্যে সেরা ৫ ব্যাটসম্যান ম্যাচ/ইনিংস রান সর্বোচ্চ গড় ৫০ তামিম ইকবাল ৫/৫ ২৫২ ৮৪* ৬৩.০০ ৩ সিকান্দার রাজা ৪/৪ ১৮১ ৮১* ৭৬.৩৭ ২ সাকিব আল হাসান ৫/৪ ১৬৩ ৬৭ ৪০.৭৫ ২ উপুল থারাঙ্গা ৫/৫ ১৪৮ ৫৬ ৩৭.০০ ১ দিনেশ চান্দিমাল ৫/৪ ১৪৫ ৪৫ ৪৮.৩৩ ০ বোলিং নৈপুণ্যে সেরা ৫ বোলার ওভার রান উইকেট সেরা গড় থিসারা পেরেরা ৪০ ১৯৪ ১১ ৪/৩৩ ১৭.৬৩ রুবেল হোসেন ২৫.২ ১০৮ ৯ ৪/৪৬ ১২.০০ সাকিব আল হাসান ৩৩ ১৫৪ ৯ ৩/৩৪ ১৭.১১ মুস্তাফিজুর রহমান ৩৩.২ ১০৮ ৭ ২/১৬ ১৫.৪২ টেন্ডাই চাতারা ২৮ ১৩২ ৬ ৪/৩৩ ২২.০০
×