ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মভূষণ পুরস্কার পেলেন ধোনি

প্রকাশিত: ০৬:০৪, ২৭ জানুয়ারি ২০১৮

পদ্মভূষণ পুরস্কার পেলেন ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণে’ ভূষিত হলেন দেশটির ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পদকে ভূষিত করা হয় তাকে। ভারতের ১১তম ক্রিকেটার হিসেবে ধোনি এই সম্মাননা পেয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তালিকায় উইকেটকিপার-ব্যাটসম্যান ধোনি ছাড়াও স্নুকারে বিশ্বসেরা পঙ্কজ আদভানিও পেয়েছেন একই পুরস্কার। ধোনির আগে এই পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকরদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। ২০১৩ সালে সর্বশেষ ক্রিকেটার হিসেবে পদ্মভূষণ পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ২০০৭ সালের প্রথম টি২০ বিশ্বকাপ ঘরে তোলে ভারত। এ ছাড়া ২০১১ সালে ২৮ বছর পর ভারত ওয়ানডে বিশ্বকাপ শিরোপাও জিতেছিল ধোনির নেতৃত্বে। এছাড়া ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটাও জেতা হয়েছে তার অধীনে। ধোনির নেতৃত্বে টেস্টেও ছিল সাফল্য। ২০০৯ সালে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসে ভারত। সর্বকালের সেরা অধিনায়ক হলেও নেতৃত্ব ও ফর্ম নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে গত কয়েক বছর। তাই ২০১৫ বিশ্বকাপের আগে হুট করেই টেস্ট থেকে অবসর নিয়ে নেন। একই ধারায় গত বছর ছেড়ে দেন সীমিত ওভারের অধিনায়কের দায়িত্ব। তবে সাধারণ সদস্য হিসেবে সংক্ষিপ্ত দুই ফরমেট ওয়ানডে-টি২০তে খেলে যাচ্ছেন এখনও।
×