ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অবশেষে নিউজিল্যান্ডে জয় পেল পাকরা

প্রকাশিত: ০৬:২৯, ২৬ জানুয়ারি ২০১৮

অবশেষে নিউজিল্যান্ডে জয় পেল পাকরা

স্পোর্টস রিপোর্টার ॥ এবার নিউজিল্যান্ড সফর বিভীষিকাময় হয়ে উঠছিল আর যন্ত্রণাটা দিনকে দিন বেড়েই যাচ্ছিল পাকিস্তান ক্রিকেট দলের। ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর তারা ৩ ম্যাচের টি২০ সিরিজেও ৭ উইকেটের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল। তবে সেই কষ্টের কালো মেঘ কাটিয়ে অবশেষে আলোর নিশানার সন্ধান পেয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে তারা ৪৮ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে। ৪ উইকেটে ২০১ রান করা পাকিস্তানকে জবাব দিতে নেমে কিউইরা ১৮.৩ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায়। ফলে ৩ ম্যাচের সিরিজে এখন নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ সমতা আনতে সক্ষম হয়েছে পাকিস্তান। রবিবার সিরিজের তৃতীয় ও শেষ টি২০ মাউন্ড মঙ্গানুইয়ে। স্কোর ॥ পাকিস্তান ইনিংস- ২০১/৪; ২০ ওভার (ফখর ৫০, বাবর ৫০*, শেহজাদ ৪৪, সরফরাজ ৪১; হুইলার ২/৩৬)। নিউজিল্যান্ড ইনিংস- ১৫৩/১০; ১৮.৩ ওভার (স্যান্টনার ৩৭, হুইলার ৩০, গাপটিল ২৬; ফাহিম ৩/২২, আমির ২/২৮, শাদাব ২/৩৭)। ফল ॥ পাকিস্তান ৪৮ রানে জয়ী। শেষ ষোলোতে পিএসজি স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার নেইমারকে ছাড়া ফরাসী লীগ ওয়ানে সর্বশেষ ম্যাচে হেরেছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। তবে ফরাসী কাপে ব্রাজিলিয়ান সুপারস্টারকে ছাড়া জয় তুলে নিয়েছে দলটি। বুধবার রাতে টুর্নামেন্টের শেষ ৩২ রাউন্ডের ম্যাচে পিএসজি ৪-২ গোলে হারিয়েছে গুইনগ্যাম্পকে। এই জয়ে আসরের প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে উনাই এমেরির দল। এই ম্যাচে এডিনসন কাভানির সুযোগ ছিল পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেয়ার। কিন্তু উরুগুইয়ান তারকা গোল না পাওয়ায় তার অপেক্ষা বেড়েছে। বর্তমানে জ¬াতান ইব্রাহিমোভিচের সঙ্গে যৌথভাবে পিএসজির সর্বোচ্চ গোলদাতা কাভানি।
×