ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংসদে বিল পাস

চুরি করে বিদ্যুত সংযোগ দিলে ৩ থেকে ৫ বছরের জেল

প্রকাশিত: ০৬:০০, ২৪ জানুয়ারি ২০১৮

চুরি করে বিদ্যুত সংযোগ দিলে ৩ থেকে ৫ বছরের জেল

সংসদ রিপোর্টার ॥ বাসা বাড়ির জন্য বিদ্যুত চুরি করলে ৩ বছর এবং বাণিজ্যিক উদ্দেশ্যে বিদ্যুত চুরি করলে ৫ বছরের শাস্তির বিধান রেখে ‘বিদ্যুৎ বিল-২০১৮’ জাতীয় সংসদে পাস হয়েছে। এছাড়া এ বিলে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদ-ের ব্যবস্থা রাখা হয়েছে। মঙ্গলবার সংসদ অধিবেশনে বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। এর আগে সাংসদদের জনমত যাচাই প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ করা হয়। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাসের বিরোধিতা করেন বিরোধীদলীয় ক’জন সদস্য। তারা বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। প্রতিমন্ত্রী সেই প্রস্তাবে আপত্তি জানান। পরে কণ্ঠভোটে নাচক হয়ে যায়। বিল পাসের আগে বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্রাহক সেবা বৃদ্ধির জন্যই এ বিল পাস করা হয়েছে। তিনি বলেন, আমরা লোডশেডিং নয়, লোড শেয়ার করছি। তাই এটাকে লোডশেডিং বলা যাবে না। এ বিষয়ে আলোচনাকালে জাতীয় পার্টির সদস্য মোঃ ফখরুল ইমাম বিলটিকে কালাকানুন হিসেবে অবহিত করেন। তিনি বলেন, বিলে দেশের মালিক জনগণকে বিদ্যুত চুরির দায়ে কারদ-ের বিধান রাখা হয়েছে। কিন্তু একই ঘটনায় বিদ্যুত বিভাগের কর্মচারীদের জন্য শুধু অর্থদ-ের বিধান রাখা হয়েছে। এটা আইনের চোখে বৈষম্যমূলক। এছাড়া বিলে অননুমোদিত বিদ্যুত ব্যবহারের তল্লাশি চালাতে সহকারী প্রকৌশলীকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ ও তল্লাশি চালানোর ক্ষমতা প্রদানকে তিনি কালাকানুন হিসেবে দাবি করেন। কাজী ফিরোজ রশিদ বলেন, বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুত চুরি বন্ধ করুন। মানুষকে সেবা দেয়ার ব্যবস্থা করতে হবে। বিলের উদ্দেশ ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে বিদ্যুত উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার সাধন এবং মানসম্মত বিদ্যুত সেবা নিশ্চিত করার জন্য দ্য ইলেক্ট্রিসিটি এ্যাক্ট ১৯১০ রহিত করে, তা সংশোধন ও পরিমার্জন করে বাংলা ভাষায় বিদ্যুত আইন ২০১৭ শীর্ষক বিলটি প্রণীত হয়েছে। বিলের অপরাধ ও দ- অধ্যায়ে বলা হয়েছে, কোন বাসা বাড়িতে বা অন্য কোন স্থানে ব্যবহারের জন্য বিদ্যুত চুরি করলে ৩ বছরের কারাদ- বা ৫০ হাজার টাকা অর্থদ- দ-িত হবেন। এছাড়া কোন শিল্প ও বাণিজ্যিক উদ্দেশ্যে বিদ্যুত চুরি করলে ৫ বছরের কারাদ- বা ৫ লাখ টাকা অর্থদ- বিধান রাখা হয়েছে।
×