ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এটিএন বাংলায় ‘হ্যালো চেক’

প্রকাশিত: ০৪:৩৪, ১৩ জানুয়ারি ২০১৮

এটিএন বাংলায় ‘হ্যালো চেক’

স্টাফ রিপোর্টার ॥ এটিএন বাংলায় আগামীকাল শনিবার থেকে ‘হ্যালো চেক’ নামে নতুন একটি অনুষ্ঠান প্রচার শুরু হচ্ছে। নতুন এ অনুষ্ঠানের লক্ষ্য তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে দেশের সব প্রান্তের তরুণরা তাদের চিন্তা-ভাবনা শেয়ার করার সুযোগ পাবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিএফডিসির এটিএন বাংলার স্টুডিওতে এক সংবাদ সম্মেলন এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতর আইইএম ইউনিটের উপ-পরিচালক (পিএম) জাকিয়া আক্তার। বক্তব্য রাখেন এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজীশ আলী খান, বিবিসি মিডিয়া এ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর রিচার্ড লেইস। এছাড়াও এটিএন বাংলা ও বিবিসি মিডিয়া এ্যাকশনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘হ্যালো চেক’ বিবিসি মিডিয়া এ্যাকশন প্রযোজিত এই অনুষ্ঠানটি রুটগার্স এবং আইকিয়া ফাউন্ডেশনের সহায়তায় তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয় ‘হ্যালো চেক!’ অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৯টায় এবং পরদিন রবিবার সকাল ৮-৪৫ মিনিটে এটিএনবাংলা প্রচার হবে।
×