ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুজনার দুটি পথ ...

প্রকাশিত: ০৪:২৩, ১২ জানুয়ারি ২০১৮

দুজনার দুটি পথ ...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেনালিয়া ট্রাম্প একই ভবনে বসবাস করলেও পৃথক পৃথক কক্ষে থাকছেন ও প্রায়ই তাদের মধ্যে কোন যোগাযোগ হয় না। হোয়াইট হাউস ও ট্রাম্পকে নিয়ে সম্প্রতি প্রকাশিত বিতর্কিত নতুন বইটিতে এ তথ্য বলা হয়েছে। পলিটিকো। ‘ফায়ার ও ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ের লেখক মাইকেল উলফ লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া খুব কম সময়ই একসঙ্গে কাটান। একে অপরের সঙ্গে যোগাযোগ না করেই এদের দিন অতিবাহিত হয়, এমনকি তারা দুজনেই যখন ট্রাম্প টাওয়ারে ছিলেন তখনও। উলফ আরও বলেন, হোয়াইট হাউসেও তাদের ভিন্ন ভিন্ন শোয়ার ঘর রয়েছে। হোয়াইট হাউসে কেনেডির পর এটাই প্রথম কোন প্রেসিডেন্ট দম্পতি থাকার জন্য পৃথক কক্ষ ব্যবহার করেন। উলফ আরও লিখেছেন যে, গত বছর ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দিন এই বিলিয়নেয়ার এ লেভেল স্টারের সৃষ্ট অনাকাক্সিক্ষত ঘটনায় খুবই বিরক্ত হন। উলফ বইটিতে আরও জানান, প্রেসিডেন্টের সঙ্গে তার ১১ বছরের পুত্র ব্যারনের সম্পর্কটা আসলে অনেক দূরত্বের। ব্যারণ ট্রাম্পের পঞ্চম সন্তান হওয়ায় তাদের মধ্যে বয়সের যথেষ্ট পার্থক্য রয়েছে। উলফ দাবি করেন, প্রেসিডেন্টের অন্য দুই পুত্র ডোনাল্ড জুনিয়র ও এরিক বলেন, তাদের বাবা ছবি আঁকার জন্য প্রতিদিন তারে ওপর চাপ দেন। তবে হোয়াইট হাউস এই লেখকের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
×