ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খান ব্রাদার্সের অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত: ০৪:২৯, ৮ জানুয়ারি ২০১৮

খান ব্রাদার্সের অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত ২১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানিটির মূলধন ১০০ কোটি থেকে ১৫০ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। খান ব্রাদার্স ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১০০ কোটি ও ৯৮ কোটি ৮ লাখ টাকা। রবিবার কোম্পানিটির শেয়ার দর ০.১০ টাকা বা ০.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮.৩০ টাকায়। -অর্থনৈতিক রিপোর্টার
×