ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রচণ্ড ঠান্ডায় পানি জমে বাড়ি সেজেছে বরফের ঝরনায় (ভিডিও সহ)

প্রকাশিত: ০০:৪১, ২৮ ডিসেম্বর ২০১৭

অনলাইন ডেস্ক ॥ ছ’ তলা বাড়িটার পাঁচতলা থেকে যেন পুরু তুলোর চাদর ঢেউ খেলে ধাপে ধাপে নীচে নেমে এসেছে। দেখে মনে হচ্ছে যেন বরফের ঝরনা নেমে এসেছে বাড়ির উপর থেকে। বাড়ির সামনেই রয়েছে সুন্দর বরফে ঢাকা গাছ। দেখে মনে হতেই পারে যেন রূপকথার কোনও দৃশ্য বাস্তবে ধরা দিয়েছে চোখের সামনে! এমনই একটা ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, ইউটিউব-সহ একাধিক প্ল্যাটফর্মে ঘুরছে এই ভিডিও। চিনের উত্তর-পূর্বের লিয়াওনিং প্রদেশের আনশানে তোলা হয়েছে এই ভিডিওটি। বরফের এই ঝরনাটি লম্বায় প্রায় ১০ মিটার। ভাবছেন এমন বরফের চাদরে বাড়িটার সামনে ঢেকে গেল কী করে? জানা গিয়েছে, পরিত্যক্ত এই বাড়িটিতে জলের পাইপ লিক করে জলে ভাসছিল গত অক্টোবর থেকেই। কিন্তু সম্প্রতি ঘর উপচে অঝোর ধারায় জল পড়তে থাকে বাড়িটির পাঁচতলা থেকে, প্রচণ্ড ঠান্ডায় যা জমে এমন বরফের পুরু চাদরের আকার নিয়েছে। স্থানীয়রা এখন বরফে ঢাকা বাড়ির সামনে ছবি তুলতে ব্যস্ত। পরিত্যক্ত এই বাড়িটি তাঁদের কাছে যেন হয়ে উঠেছে ‘ওয়ান্ডারল্যান্ড’। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×