ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষুদ্রতম ক্রিসমাস গ্রিটিংস

প্রকাশিত: ০৫:২৬, ২১ ডিসেম্বর ২০১৭

ক্ষুদ্রতম ক্রিসমাস গ্রিটিংস

যুক্তরাজ্যের ফিজিক্যাল ল্যাবরেটরির দুই বিজ্ঞানী ডেভিড কক্স ও কিন মিনগার্ড মেল এক মজার কীর্তি গড়েছেন। তারা তৈরি করেছেন ক্ষুদ্রতম ক্রিসমাস গ্রিটিংস। আগেরটির চেয়ে নতুন এই কার্ডটি এক শ‘ গুণ ছোট। বিজ্ঞানীরা বলেন, একটি সাধারণ পোস্টাল স্ট্যাম্প ভরাতে এই কার্ডের সংখ্যা হতে হবে দুই শ‘ মিলিয়নেরও বেশি। কাজেই এটাই হতে যাচ্ছে বিশ্ব রেকর্ড। -স্কাই নিউজ এলিয়নের খোঁজে... ‘এই ব্রহ্মা-ে আমরা একা নই। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।’ সোমবার রাতে এমনটাই জানালেন পেন্টাগনের গোপন ইউএফও প্রজেক্টের দায়িত্বে থাকা এক প্রাক্তন অফিসার লুই এলিজোন্ডো। সম্প্রতি পেন্টাগনের গোপন প্রজেক্টের বিষয়টি প্রকাশ্যে এনেছে। পাঁচ বছর ধরে সরকারীভাবে ওই অভিযান চালিয়েছিল আমেরিকা। তার মতে এলিয়নের আকাশযানের পৃথিবীতে আগমনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। -ইউপিআই অনলাইন
×