ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

থিসারা পেরেরা এবার লঙ্কান দলের অধিনায়ক

প্রকাশিত: ১৯:৪৮, ৩০ নভেম্বর ২০১৭

থিসারা পেরেরা এবার লঙ্কান দলের অধিনায়ক

অনলাইন ডেস্ক ॥ বিপিএলের পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে মাতিয়ে গেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। আর দেশে ফিরেই পেলেন সুখবর। ভারতের বিপক্ষে আগামী ১০ই ডিসেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থিসারা শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই ২৮ বছর বয়সী থিসারাকেই অধিনায়ক করেছে। থিসারা এবারই প্রথম ওয়ানডে দলের অধিনায়ক হলেন। গত মাসে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-টেয়েন্টিতেও লঙ্কানদের নেতৃত্ব দিয়েছিলেন থিসারা। ২০০৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১২৫ ম্যাচে ১৭.৫৭ গড়ে করেছেন ১৪৪১ রান। আর বল হাতে ৩২.৬২ গড়ে উইকেট নিয়েছেন ১৩৩টি। ২০১৭ সালে ওয়ানডেতে শ্রীলঙ্কা দলকে থিসারার আগে নেতৃত্ব দেন পৃথক ছয় জন খেলোয়াড়। এরা হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, রঙ্গনা হেরাথ, দিনেশ চান্দিমাল এবং চামারা কাপুগেদারা।
×