ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিৎকার করে যাত্রী সংগ্রহ

শাহজালালে ২৪ চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশিত: ০৫:০৫, ৩০ নভেম্বর ২০১৭

শাহজালালে ২৪ চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ চিৎকার করে যাত্রী সংগ্রহের অভিযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ জন চালককে বিভিন্ন মেয়াদের কারাদ- প্রদান করা হয়েছে। তাদের মধ্যে একজন উবার চালকও রয়েছে। মঙ্গল ও বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এ সাজা প্রদান করেন। জানা যায়, বিমানবন্দরের ক্যানপী এলাকায় প্রায়ই বিদেশফেরত যাত্রীদের উদ্দেশে জোরে চিৎকার ও ডাকাডাকি করা হয়। দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযোগ চলে আসায় মঙ্গলবার থেকে চালানো হয় অভিযান। বিমানবন্দরের নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ যাত্রীবেশে গত দুদিন ধরেই এ ঘটনা প্রত্যক্ষ করার পর তাদের হাতেনাতে আটক করেন। এ সময় ২২ জনকে ৭ দিন করে কারদ- প্রদান করা হয়। এর মধ্যে একজন উবার চালকও রয়েছে। তার গাড়িটি এখনও ক্যানপীর সামনে পার্কিং এরিয়ায় পড়ে রয়েছে। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জনকণ্ঠকে জানান, প্রায়ই চালকরা বিমানবন্দরের ক্যানপী এলাকায় এসে চড়া দামে বিদেশ ফেরত যাত্রী সংগ্রহ করে। যা বিমানবন্দরের স্বাভাবিক পরিবেশ বিঘিœত করে। এজন্যই যাত্রী বেশে সকালে ক্যানপীতে গিয়ে হাজির হয়ে হাতেনাতে তাদেরকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
×