ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজীবন বেতন ও আইনী দায়মুক্তি পাবেন মুগাবে

প্রকাশিত: ০৫:১১, ২৭ নভেম্বর ২০১৭

আজীবন বেতন ও আইনী দায়মুক্তি পাবেন মুগাবে

জিম্বাবুইয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আজীবন বেতন ও তার পরিবারের সবাই আইনী দায়মুক্তি পাবেন। ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির সিনিয়র কর্মকর্তারা একথা জানিয়েছেন। সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং জনতার প্রতিবাদের মুখে মুগাবে গত সপ্তাহে পদত্যাগ করেন। গার্ডিয়ান। ক্ষমতা ছাড়ার আগে পার্টির সিনিয়র নেতাদের সঙ্গে মুগাবের একটি সমঝোতা হয়। ওই সমঝোতার অংশ হিসেবে তিনি গোল্ডেন হ্যান্ডশেক বাবদ লাখ লাখ ডলার পাবেন। তবে ঠিক কি পরিমাণ অর্থ মুগাবে বা তার পরিবার পাবে তা স্পষ্ট নয়। পার্টি সূত্রে জানা গেছে, মুগাবে বা তার পরিবারকে যে অর্থ দেয়া হবে তার পরিমাণ এক কোটি ডলারের কম নয়। ৯৩ বছর বয়সী ভগ্ন স্বাস্থ্যের অধিকারী মুগাবে ক্ষমতায় থাকাকালে বিশাল পারিবারিক ব্যবসা পরিচালনা করেন। পদত্যাগের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট থাকার সময় মুগাবে দেড় লাখ ডলার বেতন পেতেন। তিনি এ অর্থ আমৃত্যু পেয়ে যাবেন। তার স্ত্রী ৫২ বছর বয়সী গ্রেস মুগাবে বিলাসিতার জন্য পরিচিত। তিনি মুগাবের বেতনের অর্ধেক পরিমাণ অর্থ পাবেন। বিরোধী মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জের জেনারেল সেক্রেটারি ডগলাস উনজোরা বলেছেন, তারা মুগাবের ক্ষমতা ছাড়ার সমঝোতা চুক্তির বিরোধিতা করেন। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী মুগাবে এখন একজন সাবেক প্রেসিডেন্ট।
×