ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে চাচাতো ভাইয়ের হাতে ব্যবসায়ী খুন

প্রকাশিত: ০১:১২, ২৬ নভেম্বর ২০১৭

টঙ্গীতে চাচাতো ভাইয়ের হাতে ব্যবসায়ী খুন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ রবিবার খুব ভোরে টঙ্গী বাজার এলাকায় চাচাতো ভাইয়ের ধারোলো ছুড়ির আঘাতে ইয়াসিন (২৭) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এসময় তার স্ত্রী স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আহত স্ত্রীর নাম রাবেয়া খাতুন। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর থানায়। নিহতের পিতার নাম নজরুল ইসলাম। দেশের বাড়ির জমি-জমা নিয়ে শরীকদের মাঝে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাই দেশ থেকে এসে এ খুনের ঘটনা ঘটায়। নিহত ইয়াসিন স্ত্রী ও এক ছেলে এক মেয়ে নিয়ে টঙ্গী বাজার এলাকায় শফিকুলের বাড়িতে বসবাস করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জনকন্ঠকে জানান, জমি নিয়ে ইয়াসিন ও তার চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। গত শনিবার বিকেলে ইয়াসিনের চাচাতো ভাই আবুবকর তাদের বাড়িতে বেড়াতে আসেন। পরে রোববার রাত ৩টার দিকে আবুবকর ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় ইয়াসিনকে গলাকেটে হত্যা করে। এসময় তার স্ত্রী টের পেয়ে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আবুবকরকে আটক করে।
×