ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অভিশংসনের মুখে মুগাবের

প্রকাশিত: ০৬:০১, ২২ নভেম্বর ২০১৭

অভিশংসনের মুখে মুগাবের

রোববার জানু-পিএফ পার্টির বিশেষ কেন্দ্র্রীয় কমিটির বৈঠকে মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বহিষ্কার করা হয়। সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাওয়া তার স্থলাভিষিক্ত হন। স্বাধীন হওয়ার পর গত ৩৭ বছর ধরে জিম্বাবুয়ে শাসন করছেন সাবেক এই গেরিলা নেতা। কিন্তু সম্প্রতি জানু-পিএফ পার্টির উত্তরসূরি নিয়ে দলের ভেতরে কোন্দল শুরু হয়। এ মাসের শুরুর দিকে মুগাবে ভাইস প্রেসিডেন্ট এবং দলীয় পদ থেকে এমারসন নানগাওয়াকে বহিষ্কার করেন। অথচ এই নানগাওয়াকে একসময় মুগাবের উত্তরসূরি বিবেচনা করা হতো, তাকে বহিষ্কারের পর সে জায়গায় মুগাবের স্ত্রী গ্রেসের নাম চলে আসে। এ নিয়ে দলীয় কোন্দলের মধ্যেই গত বুধবার সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেয়ার কথা জানায় এবং মুগাবেকে গৃহবন্দী করে। প্রেসিডেন্টের পদ ছাড়তে মুগাবেকে তার দল সোমবার দুপুর পর্যন্ত সময় দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। সূত্র : বিবিসি
×